গ্রাম বাংলা ০৯ মার্চ ২০২৫

অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

দক্ষিণ কেরানীগঞ্জ:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এক অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. আশরাফুল ও দীপ সরকার। তাঁরা পেশায় অটোরিকশাচালক।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই নারী কয়েক দিন আগে ঢাকায় আসেন। তিনি কাজ খুঁজছিলেন। ঢাকায় এসে একটি মাজারে আশ্রয় নিয়েছিলেন। গতকাল রাতে কেরানীগঞ্জে গেলে তিন অটোরিকশাচালক ওই নারীকে থাকা–খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।ওসি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্তের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ার পর তিনি বাবার বাড়িতে যান। কিন্তু সম্পর্ক ভালো না থাকায় পরিবার তাঁকে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি ঢাকায় কাজের খোঁজে  চলে আসেন। ওই নারী জানিয়েছেন, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner