গ্রাম বাংলা ১৩ এপ্রিল ২০২৪

পটুয়াখালীতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার বিশকানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি মহাসড়কের পাশে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও চারজন।শনিবার (১৩ এপ্রিল) সকাল সাতটার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত আফজাল হোসেন (৬০) বরগুনার বড়ইতলা ও জাকারিয়া (২৩) চড়পারা এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজির চালক পার্শ্ববর্তী আমতলী চৌরাস্তা থেকে ৫ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। বিশকানি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।  আহতদের মধ্যে সিএনজি চালক জামাল ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner