পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবার একটি স্থলমাইন বিস্ফোরণে তিন শিশু নিহত এবং অপর একজন আহত হয়েছে। কর্মকর্তারা এ জানিয়েছেন। খবর সিনহুয়ার।সরকারি সূত্র সিনহুয়া’কে জানায়, ঘটনাটি উত্তর ওয়াজিরিস্তান জেলার প্রত্যন্ত একটি গ্রামে ঘটে। সেখানে শিশুরা খেলার সময় স্থলমাইনটির ওপর পা দিলে তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিন শিশু নিহত হয়।আহত অপর শিশুকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্র আরো জানায়, স্থলমাইনটি নিরাপত্তার উদ্দেশ্যে প্রত্যন্ত ওই গ্রামে পুঁতে রাখা হয়েছিল।