নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
নারায়ণগঞ্জ: জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ‘সিলিন্ডারের লিকেজ’ থেকে গ্যাসের আগুনে দুই নারী দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সানারপাড় এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে।দগ্ধ দুই নারী হলেন আইরিন (৩০) ও তার প্রতিবেশী জান্নাত (২৮)। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাতেই চিকিৎসা নিয়েছেন।এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, আইরিন ও জান্নাতের শরীরের যথাক্রমে ২ শতাংশ ও ১০ শতাংশ দগ্ধ হয়েছে। ‘দগ্ধের পরিমাণ মারাত্মক না হওয়ায় তাদের ভর্তি রাখার প্রয়োজন হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।দগ্ধ আইরিনের স্বামী মো. রুবেল বলেন, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি ভাড়াবাসায় থাকেন তারা। রাতে রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসে আগুন লাগে। এ সময় রান্নাঘরে থাকা তার স্ত্রী ও এক প্রতিবেশী নারী দগ্ধ হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসের কারণে আগুন লেগেছে এমন খবরে কাছাকাছি থাকা ডেমরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে দু’জন দগ্ধ হয়েছে।