গ্রাম বাংলা ১৩ মার্চ ২০২৪

গলাচিপা : মহিষের আঘাতে কৃষকের মৃত্যু

post

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় মহিষের শিং এর আঘাতে কৃষক মনির হোসেন (৫০) মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৭ ঘটিকার সময়। মনির হোসেন গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের এসন্দার চৌকিদারের ছেলে। জানা গেছে, পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমর হাট থেকে মনির হোসেন ২ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে সোমবার একটি মহিষ ক্রয় করে। মহিষটি মঙ্গলবার সকাল ৭ ঘটিকার সময় নিজ বাড়ীর উত্তর পাশে ঘাস খাওয়াইতে নিয়ে গেলে মহিষটি শিং দিয়ে মনির হোসেনকে এলোপাথারিভাবে আঘাত করতে থাকে। স্থানীয় লোকজন এ ঘটনা দেখে তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর গাজীপুর বন্দরে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু ঘটে। গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের ইউপি সদস্য আকন মো. আবু সাইয়েদ এ তথ্যটি জানিয়েছেন। এ ব্যাপারে গোলখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, মনির হোসেন নামের এক ব্যাক্তি মহিষের শিং এর আঘাতে মারা গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner