বাংলাদেশ ১৩ মার্চ ২০২৪

সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: মঈন খান

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরে সদ্য মুক্তি পাওয়া যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার খোঁজ-খবর নিতে তার বাসায় শুভেচ্ছা বিনিমিয় শেষে এসব কথা বলেন তিনি। খান বলেন, বিএনপি কোনো মধ্যবর্তী নির্বাচন কিংবা নতুন নির্বাচনের দাবি করে নাই। দাবি করেছে যে, নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা সেটা ৭ই জানুয়ারি আগে করেছি, ২০১৪ এবং ১৮ সালেও করেছি। সরকার জানে, তাদের পায়ের নিচে মাটি নেই। বিগত ৩টি নির্বাচনই ভুয়া ও জালিয়াতির ছিল।এসময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্না সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner