নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পূর্বচর কৈজুরী (ঠুঁটিয়া) গ্রামে বাড়ির জমি নিয়ে বেপারী গোষ্ঠী ও মল্লিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কৃষক দুলাল মল্লিক (৫১) নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত আব্দুল হাকিম মল্লিকের ছেলে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, ওই গ্রামের ফরহাদ ব্যাপারী (৫৪), নজির মোল্লা (৪২), মাসুদ ব্যাপারী (২১)। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের ওই ২ গোষ্ঠীর মধ্যে একটি বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। শনিবার দুপুরে ওই বাড়িটা আমিন দিয়ে পরিমাপ করা হয়। এ সময় দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় ওই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ওই কৃষক দুলাল ফলাকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং রাতেই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।