গ্রাম বাংলা ০৪ মার্চ ২০২৪

সিরাজগঞ্জে ট্রাক চাপায় গৃহবধূ নিহত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

সিরাজগঞ্জ: বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় গৃহবধূ মনিজা খাতুন (৪৫) নিহত হয়েছে। সে ওই উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে উল্লেখিত এলাকায় মহাসড়ক পার হচ্ছিল ওই গৃহবধূ। এ সময় নগড়বাড়িগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ওই গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner