গ্রাম বাংলা ২৯ জানুয়ারী ২০২৫

ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, যানচলাচল বন্ধ

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শত শত বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। দীর্ঘদিনের পুরোনো একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) সকাল  ১১টার দিকে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নেন এবং পরে অবরোধ গড়ে তোলেন। তাদের অভিযোগ, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের একটি শতবর্ষী সড়ক স্থানীয় দুটি শিল্পপ্রতিষ্ঠান— তারাসিমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড—ব্লক করে দেয়, ফলে তাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।অবরোধকারীদের দাবি,আওয়ামী সরকারের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের  মেনেজ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোম্পানি দুটি রাতারাতি ওই সড়কে পাকা দেয়াল তুলে দেয়। ফলে গ্রামবাসী তাদের ন্যায্য পথচলার অধিকার হারিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না বন্ধ হওয়া সড়কটি পুনরায় খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা সড়ক ছাড়বেন না।এদিকে, অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়েছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, গ্রামবাসীরা সকাল ১১ টা থেকে মহাসড়কে অবস্থান নিয়েছে, যার ফলে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে প্রশাসন, কোম্পানি কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। তিনি আশা করছেন, দ্রুতই একটি সমাধান বেরিয়ে আসবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner