গ্রাম বাংলা ১৫ অক্টোবর ২০২৪

মাধবপুরে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ১০

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

হবিগঞ্জ:  হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার বেলা ১১টায় মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত বাস চালকের নাম সুমন মিয়া (৩০)। তিনি নরসিংদী শিবপুর উপজেলার নদীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।আহত বাসযাত্রীদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাধবপুর থানার এস আই শাহনুর জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিতালি বাস ঢাকা যাওয়ার পথে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে সিলেটগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। এর মধ্যে চালক সুমন মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাস ও ট্রাক পুলিশ জব্দ করেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner