গ্রাম বাংলা ১৩ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা

post

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী'  ০১(এক)টি ট্রাক চালককে ০১টি মামলায় ৫০০/-(পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী দুইটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। 

একই সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরাতন বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় দুই দোকান মালিককে এক হাজার টাকা জরিমানা আদায়সহ আনুমানিক পাঁচ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন। 

শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট  বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। 

জনস্বার্থে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner