নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-বেলকুচি সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি নামকস্থানে বাসের ধাক্কায় যুবক আব্দুল গাফফার (৩০) নিহত হয়েছে। সে ওই গ্রামের নুরুল ইসলাম মুন্সির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ ৫ মাস বগুড়ার একটি মাদক নিরাময় কেন্দ্রে ছিল মাদকাসক্ত ওই যুবক এবং সে মাদকাসক্ত থেকে মুক্তি পায়। সোমবার দুপুরে পরিবারের লোকজন তাকে ওই কেন্দ্র থেকে বাড়ি নিয়ে আসে। ওইদিন বিকেলে সে বাড়ির সন্নিকটে সড়ক পার হওয়ার বেলকুচিগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় এবং রাতেই তার দাফন সম্পন্ন করা হয়েছে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অবহিত করেনি বলে তিনি উল্লেখ করেন।