বাংলাদেশ ২১ ফেব্রুয়ারী ২০২৪

সিনিয়র নেতাদের শহীদ মিনারে না যাওয়ার কারণ জানালেন রিজভী

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নেবে বিএনপি। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতা-কর্মীরা হতাশ নয় বরং এখন আরও শক্তিশালী।বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আজিমপুর কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির এই নেতা। পরে, দলটির নেতা-কর্মীদের নিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক করতে যান তারা।রিজভী জানান, তাদের প্রভাত ফেরীতে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করে বিলম্বিত করার চেষ্টা করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। যা একুশের চেতনা ভূলুণ্ঠিত করার অপপ্রয়াস।তিনি জানান, দলের সিনিয়র নেতারা অসুস্থ থাকায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠানে যোগ দেননি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner