নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
বগুড়া: বগুড়ার কাহালুতে নিহারী খেতে যাওয়ার পথে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দরগাহাটে দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলো- উপজেলার ছয়ঘরিয়া গ্রামের তরিকুল ইসলাম (২২), রাকিব প্রামাণিক (১৭) ও মিজান (১৮)। সবাই পেশায় কাঠমিস্ত্রি।কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে উপজেলার কাজীপাড়ার একটি হোটেলে গরুর নেহারি খেতে যাচ্ছিলো। পথে বগুড়া ভান্ডারের সামনে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।ওসি আরও বলেন, ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থানা হেফাজতে আছে। এছাড়াও নিহত মিজানের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।