গ্রাম বাংলা ১০ জুলাই ২০২৫

রাজশাহী শিক্ষাবোর্ডের কোনো প্রতিষ্ঠানে শতভাগ ফেল নেই

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

রাজশাহী:
এ বছর শূন্য পাসের হার নেই রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন কোনো বিদ্যালয়ে। আজ (১০ জুলাই) প্রকাশিত এসএসসির ফলাফলে এ তথ্য জানিয়েছে শিক্ষাবোর্ড।রাজশাহী শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি বিদ্যালয়ের ১ লাখ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ছাত্র উপস্থিত ছিল ৯৪ হাজার ২৬৯ জন এবং ছাত্রী উপস্থিত ছিল ৮৬ হাজার ৫১ জন। ২ হাজার ৪৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। এই বোর্ডের অধীন ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী এবার জিপিএ ৫ পেয়েছে।এবার বোর্ডের গড় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৮২ দশমিক ১ শতাংশ। রাজশাহী বোর্ডের অধীন ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে বগুড়া জেলায়। সেখানে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। ৬৭ দশমিক ৫৬ শতাংশ পাস নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে সিরাজগঞ্জ জেলা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner