গ্রাম বাংলা ১৯ সেপ্টেম্বর ২০২৪

কুয়েটে ‘বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

post

মেহেদী হাসান, খুলনাখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর (অ্যাডিশনাল ডিআইজি) বি. এম. নুরুজজামান, বিপিএম এবং এডিসি উত্তর, মোঃ হুমাযুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের নিরাপত্তা শাখার অধীনস্থ গার্ড অংশগ্রহণ করেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner