নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
জামালপুর: জামালপুরের মেলান্দহের রুকনাই রেলক্রসিং এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের নাম শাকিল ও মজিবর। তারা রুকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান আজ সোমবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফরিদ উদ্দিন জানান, রুকনাই রেলক্রসিং এলাকায় রেললাইনে বসে তারা কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেমস খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি রুকনায় রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর বব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনা অপমৃত্যুর মামলা হবে।