গ্রাম বাংলা ২২ জানুয়ারী ২০২৪

গলাচিপায় ৫’শত পিচ ইয়াবা সহ আটক ১

post

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ড এর মিজান স্টোর এর বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী মো. মিলন হাওলাদার (৩৭) কে আটক করে পটুয়াখালী ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় জেলা ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২২ জানুয়ারী সোমবার সকালে মাদক উদ্ধার অভিযানে এই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটক কৃত মাদক ব্যবসায়ী গলাচিপা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইটবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে। এ সময়ে গলাচিপা থানার এসআই সঞ্জীব কুমার সরকার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এছাড়া (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট ওজন ৫০ (পঞ্চাশ) গ্রাম অবৈধ বাজার মূল্য অনুমান (৩০০ দ্ধ ৫০০) = ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বলে জানা যায়। ইয়াবা উদ্ধার সহ আটকের বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান ঘটনা নিশ্চিত করে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানান।  

 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner