নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
নরসিংদী: নরসিংদীতে এবার খুন হলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান (৪০)। এবারের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গতকাল রাতে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ মে) দিবাগত ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার ভগিরথপুর এলাকায় বাবা টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নিহত মাহবুবুল হাসান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ভগিরথপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহতেরা হলেন ভগিরথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।