নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটের সৌদি এয়ারলাইন্সের এক নারী কেবিন ক্রুকে এক কেজি ৯৭৯ গ্রাম সোনাসহ আটক করেছে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের সদস্যরা। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এসভি-৮০৪ (রিয়াদ) ফ্লাইটটি মঙ্গলবার রাত ১০টায় ঢাকায় অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১ হাজার ৯৭৯ গ্রাম।অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।