গ্রাম বাংলা ১৭ নভেম্বর ২০২৩

গলাচিপায় কুমার দাসের জমির সাইনবোর্ড খুলে নিল দুবৃত্তরা

পটুয়াখালী গলাচিপার আরো খবর

post

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় অশি^নী কুমার দাসের জমির সাইনবোর্ড রাতের আঁধারে খুলে নিল দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কলেজ রোড সাহা পাড়ায় অশি^নী কুমার দাসের বাড়িতে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে অশি^নী কুমার দাসের ওয়ারিশগণ ও এলাকাবাসী জানান। এ বিষয়ে অশি^নী কুমার দাসের ওয়ারিশ পরেশ দাস বলেন, দীর্ঘ ৬ মাস আগে আমাদের ৩২ নং খতিয়ানের ১৫২১ দাগের উত্তর মাথায় রেকর্ডীয় ও জেলা বোর্ডের জায়গায় আমার দাদার নামে একটি সাইনবোর্ড দিয়েছি। সেখানে আমাদের জমির দাগ নম্বর উল্লেখ আছে। কিন্তু দুবৃত্তরা কুচক্রী মহলের সাথে আতাত করে আমাদের জমির সাইনবোর্ড খুলে ফেলে। তারা আমাদের এই জায়গার ভুয়া কাগজপত্র তৈরি করে জোর পূর্বক দখলের চেষ্টায় আছে। আমরা এ বিষয়ে গলাচিপা থানাকে অবহিত করেছি এবং ভূয়া কাগজপত্রের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার বরাবরে আবেদন করা আছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার বরাবরেও আবেদন করেছি। যার তদন্ত চলমান আছে। এ বিষয়ে যাদব দাস বলেন, জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করছি। একটি কুচক্রী মহল আমাদের রেকর্ডীয় ও জেলা বোর্ডের জমি ভোগ দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদেরকে এলাকা থেকে উৎখাত করতে চায়। যেকোন সময় তারা আমাদের বড় ধরণের ক্ষতি করতে পারে। আমরা প্রশাসন সহ সকলের কাছে এর বিচার দাবী করছি। এ বিষয়ে ঐ এলাকার পলাশ সাহা, নির্জন সাহা, তরুন সাহা, সুব্রত সাহা, বিমল সাহা, সজল সাহা, অসীম দাস, সঞ্জয় দাস, শুভ দাস এরা বলেন, কয়েক মাস আগে থেকেই এই জায়গায় পরেশ দাশ গং এর লোকেরা সাইনবোর্ড দিয়েছিল। তারপর থেকেই এই জায়গার তদন্তের জন্য গলাচিপা থানা পুলিশ, সহকারী কমিশনার ভূমি অফিস, সদর সহকারী তহশীলদার, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রতিনিধি, জেলা পরিষদের সার্ভেয়ার একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাইনবোর্ড দেখে যান। কিন্তু দুবৃত্তরা রাতে সাইনবোর্ডটি খুলে নিয়ে যায়। এ বিষয়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুজি আক্তার বলেন, বিষয়টি অপ্রাত্যাশিত। জমির সঠিক মালিকরা সাইনবোর্ড দিলে তাদেরই জায়গা ভোগ দখলের অধিকার আছে। গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ^াস বলেন, বিষয়টি আমি শুনেছি। যারা সাইনবোর্ড উঠিয়ে আসলেই তারা ভুল করেছি। এটা উচিৎ হয়নি। 


গলাচিপায় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ^জিৎ রায়

পটুয়াখালীর গলাচিপায় জেলা প্রশাসকের শুভাগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানালেন ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ^জিৎ রায়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর ডাকুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ^জিৎ রায়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় সহ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ। এ সময় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ডাকুয়া ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করে উন্নয়নের ধারা অব্যহত রাখার পরামর্শ দেন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner