বিনোদন ১৭ নভেম্বর ২০২৩

শিশুশিল্পী ফারজিনাকে শিক্ষা সহায়তা দিলো ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল

post

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার জন্য শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন শিশুশিল্পী ফারজিনা আক্তার।সুনামগঞ্জের তাহিরপুরের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ফারজিনা। খুব গরিব পরিবারের সন্তান ফারজিনা। অভাবে নিজেদের বাড়িটিও বিক্রি করতে হয়েছে। এরপর থেকে নানাবাড়িতেই থাকে তারা। ফারজিনার বাবা একজন কৃষক।গত সোমবার (১৪ নভেম্বর)  জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দিন থেকে তার একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে—  ‘পুরস্কার নিতেই তো ঢাকাত আইছি। আমাদের টাকাও দেবে। সেই টাকা দিয়ে বাড়ি বানাব। আমাদের কোনো বাড়ি নেই।তার এই কথাগুলো ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়েছে। তাই তার শিক্ষা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফারজিনার বাবা মো. সায়েম মিয়ার সঙ্গে কথা বলে টাকা পৌঁছে দেয়া হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner