গ্রাম বাংলা ১৬ নভেম্বর ২০২৩

গলাচিপায় উপকূল বাতিঘর নামে স্মার্ট কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উদ্বোধন

পটুয়াখালী গলাচিপার আরো খবর

post

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় উপকূল বাতিঘর নামে গলাচিপা উপজেলার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপকূল বাতিঘর পরিকল্পনা, বাস্তবায়নকারী মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। এ সময় আরো উপস্থিত থাকেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার। উল্লেখ্য, উপকুল বাতিঘর গণগ্রন্থাগারের সুবিধাসমূহ বই, পত্রিকা, ও ম্যাগাজিন পড়ার সুবিধা ও ধার নেয়ার সুযোগ। কমপক্ষে ১০ হাজার ই-বুক (ইলেকট্রনিক), ভাষা ও দক্ষতা উন্নয়নের জন্য ভিডিও টিউটোরিয়াল। ফ্রি ওয়াইফাই জোন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ। সপ্তাহে একদিন গলাচিপা স্কিল ল্যাবের আয়োজনে পাঠচক্র, শিক্ষার্থীদের শেখা ও শেখানোর সুযোগ। কমিউনিটি রেডিও (জ্ঞানভিত্তিক প্রচার) ও অনলাইন প্লাটফর্ম। সততা স্টোর (নিজে নিজে বই ধার ও ফেরত)। কমপক্ষে ৫ টি বই দানের মাধ্যমে সদস্য পদ লাভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই গণগ্রন্থাগারে।

গলাচিপায় স্বেচ্ছাসেবক লীগের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমজাদ হোসাইন সোহাগ, যুগ্ম আহবায়ক ও ত্যাগী নেতা ১/১১ এর সময় রাজপথে মিছিলের নেতৃত্বদানকারী আরিফুল ইসলাম (আজম), পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সরদার মো. নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা শ্লোগানে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনেই শান্তিপূর্ণ নির্বাচন হবে। যারা এই তফসিলের বিরুদ্ধে দেশে জ¦ালাও পোড়াও করতে চায় তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার। 



আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner