যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা যাতে আসন্ন সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে। মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সংগঠনটির প্রতিনিধি দল হাইকমিশনার আবিদা ইসলামের সাথে আলোচনা করেন এবং স্মারকলিপি দেন।
প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ এর তরফ থেকে হাইকমিশনার আবিদা ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির আহবায়ক জাস্টিস বেলায়েত হোসেন।
প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য হাইকমিশনের সাথে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ এর সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব করা হয় সংগঠনটির তরফ থেকে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অধ্যাপক ইউনূস এর নেতৃত্ব তত্তাবধায়ক যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে। প্রবাসীদের ভোটাধিকার সহজ এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সংগঠনের নেতৃবৃন্দ হাইকমিশনের কাছে ভিন্ন পরামর্শ ও মতামত তুলে। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাইকমিশনার আবিদা ইসলাম এবং মিনিস্টার (কনস্যুলার) ব্রিগেডিয়ার জেনারেল রকিব উদ্দিন খান।
প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে'র নেতৃবৃন্দ বলেন, শুধু জাতীয় পরিচয়পত্রের ওপর ভিত্তি করে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টিতে প্রবাসীদের জন্য জটিলতা তৈরি হতে পারে। তারা মনে করেন, প্রবাসীদের ক্ষেত্রে ভোটার হিসেবে নিবন্ধিত হবার জন্য বাংলাদেশি জাতীয়তা প্রমাণ করে সে রকম একটি ডকুমেন্ট যথেষ্ট হওয়া উচিত। তারা আশংকা করেন, শুধু এনআইডির ওপর ভিত্তি করে ভোটার হিসেবে নিবন্ধন করার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগবে এবং সেক্ষেত্রে অনেকে নির্বাচনে ভোট দিতে পারবেন না। বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার) ব্রিগেডিয়ার জেনারেল রকিব উদ্দিন খান বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য জাতীয় পরিচয়পত্র সবচেয়ে নির্ভরযোগ্য একটি বিষয় এবং সরকার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে'র তরফ থেকে যেসব বিষয় উত্থাপন করা হয়েছে সেগুলো নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হবে। হাইকমিশনার বলেন, প্রবাসীরা যাতে আগামী নির্বাচনে ভোট দিতে পারে সেজন্য বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে আন্তরিকতার কোন ঘাটতি নেই।
প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে'র প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন - ইউকে ইমিগ্রেশন জাজ নজরুল খসরু, ব্যারিস্টার নাজির আহমেদ, মাওলানা কে এম মওদুদ হাসান, ব্যারিস্টার আতাউর রহমান, সিরাজুল ইসলাম শাহিন, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, সাংবাদিক অলিউল্লাহ নোমান।
প্রেস বিজ্ঞপ্তি