মুনসী মোঃ সাজেদুর রহমান টেনটু : অনেক জল্পনা কল্পনা ও বাধা বিপত্তি পেরিয়ে গত ৮ই সেপ্টেম্বর, ২০২৫ রোজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়েস্টার্ন নিউইয়র্ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহবায়ক হিসাবে দায়ীত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক নেতা শাহিনুর ইসলাম শাহীন ও সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন অবিভক্ত ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। সুপার সিক্স নেতৃত্বে যারা রয়েছেন যথাক্রমে তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল আলম, যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল মোস্তফা জাবেদ, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম প্রিন্স মৃধা প্রমুখ। ওয়েস্টান নিউ ইয়ার্কের সপ্ন দষ্টা ছিলেন সাবেক নিউ ইয়ার্ক বিএনপির যুগ্ন আহ্ববায়ক জনাব মতিউর রহমান লিঠু
৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন শেখ ওহেদুজ্জামান। বিগত পাঁচ বছরের দাবী ও স্বপ্ন ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপি কমিটির বাস্তব রূপ নিয়েছে গত সপ্তাহে সুপার সিক্স নেতৃত্বের নাম ঘোষণার মধ্যে দিয়ে। আনন্দঘন সেই অনুষ্ঠানে ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপি গঠনের প্রথম স্বপ্নদ্রষ্টা মতিউর রহমান লিটুকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়েছে।
প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার এইচ খোকনকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর প্রধান উপদেষ্টা শেখ ওয়েদুজ্জামান সাহেবকে তার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে অনেক দিনের স্বপ্ন ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির কমিটি বাস্তব রূপ নেয়ায় আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। নিউইয়র্ক স্টেট্ বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানকেও ধন্যবাদ জানানো হয়েছে।অনুষ্ঠানে বাফেলো সিটি বিএনপি (উত্তর) এর নবনিযুক্ত আহবায়ক সিরাজুদ্দৌলা বাবুল, বাফেলো সিটি বিএনপি (দক্ষিণ) এর নবনিযুক্ত আহবায়ক হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির নবনিযুক্ত আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা:
১. আহবায়ক: শাহিনুর ইসলাম শাহিন
২. সিনিয়র যুগ্ম আহবায়ক: নাজমুল আলম
৩. যুগ্ম আহবাযুকঃ- মোঃ সিরাজুল মোস্তফা (জাভেদ)
৪. যুগ্ম আহবায়ক:- তরিকুল ইসলাম প্রিন্স
৫. যুগ্ম আহবায়ক- মোঃ জামাল উদ্দিন ( নায়াগ্রা ফলস)
৬. যুগ্ম আহবায়ক: মুন্সি মোঃ সাজেদুর রহমান টেনটু
৭. যুগ্ম আহবায়কঃ সারোয়ার আরিফ
৮. যুগ্ম আহবায়ক হাসান মহায়মেন
৯. যুগ্ম আহবায়কঃ- মোঃ জাকারিয়া
১০. যুগ্ম আহবায়কঃ সোলায়মান হোসাইন সালমান
১১. যুগ্ম আহবায়ক: মাহমুদুল হাসান,
১২. যুগ্ম আহবায়ক: মোঃ জি মোস্তফা
১৩. যুগ্ম আহবায়ক: আহমেদ মঈন।
১৪. যুগ্ম আহবায়ক: নুর সাফা (নায়াগ্রা ফলস)
১৫. যুগ্ম আহবায়ক: একেএম আবু হানিফ
১৬. যুগ্ম আহবায়ক: আ: রাজ্জাক মাসুদ
১৭. যুগ্ম আহ্বায়ক: সৈয়দ ওয়াসিম বাবু।
১৮.সদস্য সচিব: মোঃ আব্দুর রহিম।
১৯. যুগ্ম সদস্য সচিব: সিয়াম আহমেদ
২০. সহ সদস্য সচিব:- মোঃ শওকত আকবর
২১. সহ সদস্য সচিব: রিপন হক।
২২. সহ সদস্য সচিব: মোঃ শাহ আলম
সদস্য
২৩. সদস্য: কামাল উদ্দিন।
২৪. সদস্য: তোফাজ্জল হোসেন,
২৫. সদস্য: মনিরুল আহসান।
২৬. সদস্য: মিলাদুল ইসলাম।
২৭. সদস্য: শরিফজাদা মাহবুব রহমান
২৮. সদস্যঃ সৈয়দ মুমিত,
২৯. সদস্য: শামসু উদ্দিন।
৩০. সদস্যঃ তৌহিদুল মাওলা রিফাত
৩১. সদস্যঃ সানাউল হক নিরু।
৩২. সদস্যঃ মোস্তফা কামাল।
৩৩. সদস্য: শাহাবুদ্দিন
৩৪. সদস্যঃ শাখাওয়াত হোসাইন
৩৫. সদস্যঃ শরফুদ্দিন মোল্লা
৩৬. সদস্য: এনামুল হক।
৩৭. সদস্যঃ সৈয়দ পুনম
৩৮. সদস্য: নোবেল হুমায়ুন।
৩৯. সদস্যঃ নূর উদ্দিন চৌধুরী মারুফ।
৪০. সদস্য: মোঃ বশির উদ্দিন
৪১. সদস্য: মোঃ তোজাম্মেল হোসেন।
৪২. সদস্য: মোয়াজ্জেম হোসেন
৪৩. মোতালেব খান।
৪৪. সদস্যঃ মোঃ নজিরুল হক রুবেল।
৪৫. সদস্যঃ গিয়াস উদ্দিন মিলাত
৪৬. সদস্যঃ মোঃ সালেহ আহমেদ
৪৭. সদস্য: মোসলেম উদ্দিন
৪৮. সদস্যঃ শামসুল আলম রিটু
৪৯. সদস্যঃ আমজাদ হোসেন
৫০. সদস্যঃ আইয়ুর
৫১. সদস্যঃ মোঃ ইদ্রিস
৫২. সদস্যঃ আঃ আলিম রারী
৫৩. সদস্যঃ আশিক ভূঁইয়া রিমন।
৫৪. সদস্যঃ রাসেল আহমেদ.
৫৫. সদস্যঃ আতিকুল ইসলাম।
৫৬. সদস্যঃ আসিফ রহমান।
৫৭. সদস্য: মোস্তাক আহমেদ খান।
৫৮. সদস্যঃ হাসান সরকার,
৫৯. সেলিম উদ্দিন
৬০. সদস্যঃ মোছাঃ লিনা।
৬১. সদস্যঃ মোমেনা বেগম।
উপদেষ্টা পরিষদ
১। প্রধান উপদেষ্টাঃ শেখ অহেদুজ্জামান।
২। উপদেষ্টা: কামাল উদ্দিন।
৩। উপদেষ্টাঃ বদরুদ্দোজা রাজিব