নুরুল হক রুনু : নেত্রকোণার মদন পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার রাতে ২০০পিস ইয়াবাসহ রবিউল আলম (২৭) ও সুলতান আলী (৩০), নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত রবিউল উপজেলার চানগাঁও গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে ও সুলতান নেত্রকোণার সদর উপজেলার দুগিয়া গ্রামের ফরেজ আলীর ছেলে।
মদন থানার ওসি তদন্ত দেবাংশু কুমার দে জানান, আমাদের নিকট সংবাদ আসে নেত্রকোণা থেকে সিএনজি যোগে দুই মাদক ব্যবসায়ী মাদক নিয়ে মদনে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অবস্থান নেয়। পরে নেত্রকোনার থেকে দুইজন যাত্রী নিয়ে আগত একটি সিএনজি নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবা সহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে বুধবার নেত্রকোণার আদালতে পাঠানো হয়েছে।