টিভি নাইনটিন স্পোর্টস ডেস্ক : ব্রিটেনের পূর্ব লন্ডনে ইলেভেন স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অগাস্ট সোমবার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক ক্রিকেট মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে বিজয়ী হয়েছে জগন্নাথপুর সিসি ও রানারআপ ডকল্যান্ড সিসি ।এ ছাড়া সেরা ব্যাটসম্যান হয়েছেন তানভীর ,সেরা বলার রবিউল এবং ম্যান অফ দি টুর্নামেন্ট হবার সৌভাগ্য অর্জন করেছেন তানভীর।
দিনব্যাপী এবারের টুর্নামেন্টটি শুরু হয় সকাল ১০ টায় এবং এতে অংশগ্রহণ করে সিলেট ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৪ টি দল।
ইলেভেন স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত ৫০ বলের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো ১) জগন্নাথপুর সিসি ২) এবিএম মৌলভীবাজার ৩) ডেরাই সিসি ৪) ডকল্যান্ড সিসি ৫) জালালপুর স্পোর্টিং ক্লাব , ৬) কাউন্টি ক্রিকেট ক্লাব ৭) গোয়াইনঘাট ক্রিকেট ক্লাব ৮)ব্রিকলেনে টাইগারস ৯) আনবিটেন ডেস্ট্রয়ারস সিসি ১০) বেথনাল গ্রিন ( সবুজ ) ১১) বেথনাল গ্রিন ( লাল ) ১২) লন্ডন ফ্রেন্ডস ক্লাব ১৩) ভাই ব্রাদার্স ইলেভেন ও ১৪) গোবিন্দগঞ্জ সিসি।
টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশী জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটাররা অংশ নেন ।খেলোয়াড়দের সাথে তাদের পরিবারের সদস্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্খী ও ছোট ছোট বাচ্চাদেরও মাঠে খেলা উপভোগ করতে দেখা গেছে।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে ৭০০ ব্রিটিশ পাউন্ডের চেক ও ক্রেস্ট তুলে দেয়া হয়।রানার আপ দল পেয়েছে ক্রেস্ট ও ৪০০ ব্রিটিশ পাউন্ডের চেক।
এবারের টুর্নামেন্টে ইলেভেন স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাব সভাপতি রায়হান মিয়াঃ ,সহ সভাপতি জাহান ,সাধারণ সম্পাদক এনামুল হক ,পরিচালক কামরুল হোসাইন ,ক্লাব ম্যানেজার আনসার আহমেদ ,সাংগঠনিক সম্পাদক মাহবুব ও সিনিয়র সদস্য গোলজার ,ফুয়াদ ,ফয়েজ ,মালিক ,আলমগীর ,মুন্না,সুমন, এমদাদ প্রমুখ।
লন্ডনে বসবাসরত ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্ট ঘিরে বেশ উচ্ছ্বসিত। আয়োজকরা আশাবাদী, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং এটি ব্রিটেনে প্রবাসীদের অন্যতম প্রধান ক্রীড়া আসরে পরিণত হবে।