কমিউনিটি ১৩ এপ্রিল ২০২৫

চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লন্ডনের আলতাফ আলী পার্কে গণসমাবেশ অনুষ্ঠিত

post

চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গত ১১ই এপ্রিল শুক্রবার ২০২৫ বাদ জুমুয়া লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত শত শত শান্তিকামী মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন। বিশ্ব বিবেককে এখনই জাগ্রত হতে হবে। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল: **“গণহত্যা বন্ধ করো, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করো।”**

এই প্রতিবাদ কর্মসূচিতে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের শান্তিকামী মানুষ অংশগ্রহণ করেন। এতে অংশ নেন মানবাধিকার কর্মী, শীর্ষস্হানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকেরা।

সমাবেশে বক্তারা বলেন: ফিলিস্তিনে প্রতিদিন শিশুদের হত্যা করা হচ্ছে, হাসপাতাল ও স্কুলে বোমা বর্ষণ চলছে। এটি কোনো সাধারণ সংঘাত নয়, এটি একটি পরিকল্পিত জাতিগত নিধন একটি চলমান গণহত্যা।”

তারা আরও বলেন: “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি এই নীরবতা ভেঙে অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে পদক্ষেপ নিন এবং ১৯৬৭ সালের সীমানাভিত্তিক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নিন।”

সমাবেশে ইসরায়েলের পণ্য বর্জন, যুদ্ধবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ব্রিটিশ সরকারকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, “এই আন্দোলন মানবতার পক্ষে, শান্তির পক্ষে।”

বৃটেনের সর্ব দলীয় সর্বচ্চ সংগঠন “বাংলাদেশী উলামা-মাশায়েখ ইউ কের” উদ্যোগে সংগটনের সভাপতি মাওলানা এ কে মাওদুদ হাছানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব‍্য রাখেন,শরীয়া কাউন্সিলের সাবেক চেয়ারম‍্যান শায়েখ হাফিজ আবু সাঈদ,কাউন্সিল অফ মস্কের চেয়ারম‍্যান শায়েখ হাফিজ শামছুল হক,ইষ্টলন্ডন মসজিদের খতীব শায়েখ আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিসর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ‍্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ,জমিয়তে উলামায়ে ইসলামে ই উকের সভাপতি ডঃ মাওলানা শোয়াইব আহমদ, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রহঃ এর সুযোগ‍্য সন্তান মোহাম্মাদ শামীম সাঈদী, সাংবাদিক এ কে এম আবু তাহের চৌধুরী, মাওলানা গোলাম কিবরিয়া,শায়েখ ইমদাদুর রাহমান মাদানী, ব‍্যারিষ্টার নজরুল ইসলাম, মাওলানা সাদিকুর রাহমান,মাওলানা আব্দুল মালিক,ব‍্যরিষ্টার আতাউর রাহমান,মুফতী আব্দুল মুনতাকীম, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মুফতী মাওসুফ আহমদ প্রমূখ

 প্রেস বিজ্ঞপ্তি 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner