টাওয়ার হ্যামলেটস সামার ইয়ুথ লীগ শুরু হয়েছে। ১০ মে শনিবার ভিক্টোরিয়া পার্কের ফুটবল পিচে এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও এডুকেশন, ইয়ুথ অ্যান্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মাইয়ুম মিয়া তালুকদার।
দশ সপ্তাহব্যাপী বয়সভিত্তিক এই লীগে অনূর্ধ্ব ৮, ১০, ১২ ও ১৪ বছর বয়সী কিশোর ফুটবলাররা অংশ নিচ্ছে। লীগজুড়ে কয়েক শ' খুদে ফুটবলারের অংশগ্রহণ প্রত্যাশিত।
শনিবারের উদ্বোধনী দিনে একাধিক পিচে একযোগে খেলা অনুষ্ঠিত হয়। মাঠে উপস্থিত ছিলেন অনেক অভিভাবক, যাঁরা খেলোয়াড়দের উৎসাহ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াং টাওয়ার হ্যামলেটস-এর হেড অফ সার্ভিস আনোয়ার মিয়া, গ্রুপ ম্যানেজার আফজাল আলী, এবং স্পোর্টিং ফাউন্ডেশনের সিইও আরজ মিয়া।
ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার বলেন, “খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ সম্ভব। ইতিবাচক কাজে ব্যস্ত থাকলে তারা নেতিবাচক দিক থেকেও দূরে থাকবে।” তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে তরুণদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির কথাও তুলে ধরেন।