টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৪ হাজার বাড়ি নির্মাণের প্রতিশ্রুতির আরো এক ধাপ পূর্ণ করতে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বো এলাকার আর্নল্ড রোডে নির্মাণ করা হচ্ছে ৬২টি নতুন বাড়ি।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শতভাগ অর্থায়নে নতুন বাড়িগুলো নির্মাণ করছে জ্যারান ফকস কনস্ট্রাকশন কোম্পানী। বো এলাকার উইলিয়াম ব্রিনসন সেন্টারটিতে শতভাগ সাশ্রয়ী মূল্যের বা এফোর্ডেবল এই গুলো বাড়ি নির্মাণ করা হচ্ছে। এখানে রয়েছে এক বেডরুমের ১৬টি, দুই বেডরুমের ১৪টি, তিন বেডরুমের ২০টি এবং চার বেডরুমের ১২টি ফ্ল্যাট। এর মধ্যে দুটি ব্লকে ৬টি হুইল চেয়ারের সুবিধা সম্বলিত অর্থাৎ এক্সেসেবল ইউনিট রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে স্থানীয় ব্যবসায়ীদের জন্যে রয়েছে ৫টি বাণিজ্যিক ইউনিট।
২০২৫ সালের ডিসেম্বরে বসবাসের জন্য নতুন বাড়িগুলোতে বাসিন্দারা স্থানান্তরিত হবেন বলে আশা করা হচ্ছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২৯ হাজারের বেশি বাসিন্দা হাউজিংয়ের জন্য অপেক্ষা করছেন। এর মধ্যে কেউ কেউ ওভারক্রাউডিং বা ঠাসাঠাসি করে অথবা তাদের জন্যে উপযুক্ত নয় এমন বাড়িতে বসবাস করছেন।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় জ্যারাম ফকস কনস্ট্রাকশন এর যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক জনাথন জ্যারামসহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী মেয়র বলেন, “আমাদের কমিউনিটির জন্য সাশ্রয়ী মূল্যে বেশ উঁচুমানের বাড়ি নির্মাণ করে ডেলিভারি দেওয়ার মতো মাইলফলক তৈরি করতে পেরে আমরা গর্বিত। তিনি আরো বলেন, “এগুলো শতভাগ কাউন্সিলের অর্থায়নে নির্মিত এফোর্ডেবল হাউস।