কমিউনিটি ২৩ জুন ২০২৫

টাওয়ার হ্যামলেটসে বসানো হচ্ছে ২,০০০ নতুন ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পয়েন্ট

প্রকল্পের কাজ উদ্বোধন করলেন মেয়র লুৎফুর

post

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আরও ২,০০০টি নতুন রেসিডেনসিয়াল ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং পয়েন্ট স্থাপনের কাজ শুরু করেছেযা স্থানীয় বাসিন্দাদের জন্য টেকসই পরিবহন ব্যবস্থা সহজলভ্য করতে সাহায্য করবে। এই উদ্যোগের মাধ্যমে এই বারা কার্বন নিঃসরণ কমানো এবং বায়ুর গুণমান উন্নত করার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।
নতুন চার্জিং পয়েন্ট গুলো বিদ্যমান স্ট্রিট ল্যাম্প পোস্টে লাগানো হবেযাতে স্থানীয় বাসিন্দারা বাড়ির কাছেই সহজে তাদের গাড়ি চার্জ করতে পারেন। এই পদ্ধতিতে রাস্তায় বাড়তি জায়গা নেয়ার প্রয়োজন পড়বে না এবং প্রতিটি চার্জিং পয়েন্ট মাত্র ৩০ মিনিটেই ইনস্টল করা সম্ভব হবে।
টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় চার্জিং পয়েন্ট স্থাপনের এই প্রকল্পের কাজ শুক্রবার ২০ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এসময় তাঁর সাথে ছিলেন কাউন্সিলের এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট ইমার্জেন্সি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর শাফি আহমেদএবং ইউবিট্রিসিটির ইউকে ব্যবস্থাপনা পরিচালক স্টুয়ার্ট উইলসন।
প্রকল্পটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে বো ইস্টআইল্যান্ড গার্ডেন্স এবং হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে। ২০২৬ সালের শুরুর মধ্যে ২,০০০ চার্জিং পয়েন্ট স্থাপন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
এই ২,০০০ চার্জিং পয়েন্ট ছাড়াও আগামী ১২ মাসের মধ্যে টাওয়ার হ্যামলেটসে ৩৫টি অতিদ্রুত চার্জিং পয়েন্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে শুধু ইভি চার্জিং সুবিধাই বাড়ছে নাপাশাপাশি স্থানীয় তরুণদের জন্য প্রশিক্ষণ ও চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে। ইউবিট্রিসিটি এবং শেল ইউকে—এর সহযোগিতায় টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম চালু করা হবেযেখানে বিভিন্ন স্তরের প্রশিক্ষণ প্রদান করা হবে।
এই উদ্যোগটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বায়ুর গুণমান উন্নয়নের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০১৯ সালের মার্চ মাসে কাউন্সিল জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছিল।
ইউবিট্রিসিটি ইতিমধ্যে যুক্তরাজ্যে ৯,২০০—এর বেশি পাবলিক চার্জিং পয়েন্ট পরিচালনা করছে। কোম্পানিটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে নতুন চার্জিং ইনফ্রাস্ট্রাকচার স্থাপনরক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব নেবে।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ প্রসঙ্গে বলেন, “জলবায়ু জরুরি অবস্থা মোকাবিলা এবং নেট জিরো লক্ষ্য অর্জনে টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। আমাদের বরোতে ইলেকট্রিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়ছে। গত ৪ বছরে প্লাগ—ইন যানবাহনের সংখ্যা ২০০% বৃদ্ধি পেয়েছে,যার সংখ্যা বর্তমানে ৫,৪০০—এরও বেশি। ৯৩% বাড়িতে অফ—স্ট্রিট পার্কিং না থাকায় পাবলিক চার্জিং সুবিধা অপরিহার্য। আমাদের লক্ষ্য হলোকোনো বাসিন্দাই যেন চার্জিং পয়েন্ট থেকে ৩ মিনিটের বেশি দূরত্বে না থাকে।”
এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইমারজেন্সি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর শাফি আহমেদ বলেছেন, “টাওয়ার হ্যামলেটসের প্রতিটি বাসিন্দা যাতে সহজে ও সাশ্রয়ীভাবে ইলেকট্রিক যানবাহন ব্যবহার করতে পারেনতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই প্রকল্প শুধু কার্বন নিঃসরণ কমাবে নাবরং একটি পরিষ্কার—সবুজ ভবিষ্যৎ গড়তে স্থানীয় কমিউনিটিকেও সম্পৃক্ত করবে।”
ইউবিট্রিসিটির ইউকে ব্যবস্থাপনা পরিচালক স্টুয়ার্ট উইলসন বলেন, “টাওয়ার হ্যামলেটসের সঙ্গে এই যুগান্তকারী প্রকল্পে কাজ করতে পেরে আমরা গর্বিত। ল্যাম্পপোস্ট ব্যবহার করে চার্জিং পয়েন্ট বসানোর মাধ্যমে আমরা বাসিন্দাদের জন্য আরও সুবিধাজনক ও পরিবেশবান্ধব সমাধান নিয়ে এসেছি।”
এই উদ্যোগের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস একটি সবুজপরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে যাচ্ছেযা স্থানীয় কমিউনিটি ও পরিবেশের জন্য একটি বড় অগ্রগতি।

 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner