কমিউনিটি ১৯ জুন ২০২৫

জাতির সামনে ঘোষণার পর নির্বাচনের সময় পরিবর্তন করা অযুক্তিক: লন্ডনে অ্যাডভোকেট শিশির মনির

post

মিট দি প্রেস অনুষ্ঠানে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির : ছবি : টিভি নাইনটিন অনলাইন

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের  সম্ভাব্য সময় ঘোষণা করেন। এর পর একটি দলের সাথে বৈঠক শেষে  নির্বাচনের সময় আবারো পরিবর্তন করা যুক্তিসঙ্গত নয়।আজ  ১৮ জুন বুধবার  শিশির মনির সাপোর্টার ফোরাম ইউকে  কর্তৃক পূর্ব লন্ডনের  লন্ডন বাংলা প্রেস ক্লাবে  আয়জিত মিট দি প্রেস  অনুষ্ঠানে  কথাগুলো বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব আবু সালেহ ইয়াহইয়ার পরিচালনায় অনুষ্ঠানের  শুরুতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সুনামগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শিশির মনির  সংস্কার ,বিচার ব্যবস্থা ও বাংলাদেশে আইনের শাসনের উপর  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।  

এর পর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের  জবাব দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক এই সেক্রেটারি জেনারেল । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মাহিন উদ্দিন মজুমদার ও আব্দুর রব প্রমুখ।

  দর্শক চাহিদা বিবেচনায় রেখে মিট দি প্রেস অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্ন উত্তরের   চুম্বক অংশ সংযুক্ত করা হলো।

A video link is coming soon . 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner