টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের মত এবারও বারার বিখ্যাত ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন দ্য নেইবারহুড’ ফেস্টিভ্যাল।
আগামী ১৭ আগষ্ট রোববার থেকে ২০ আগষ্ট বুধবার পর্যন্ত চলবে এই কমিউনিটি উৎসব। এতে সকল বয়সী মানুষ বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। ফেস্টিভ্যালে প্রতিদিন থাকবে লাইভ মিউজিক, খেলাধুলা, ফিটনেস সেশন, পারিবারিক থিয়েটার শো, আর অফিস শেষে উপভোগ করা যাবে স্ট্রিট ফুড, ড্রিংকস ও সঙ্গীতানুষ্ঠান।ভিক্টোরিয়া পার্কে অল পয়েন্টস ইস্ট এর উদ্যোগে আয়োজিত মিউজিক ফেস্টিভ্যালের অংশ হিসেবে ‘ইন দ্যা নেইবারহুড’ শীর্ষক কমিউনিটি উৎসব আয়োজিত হয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে। এ বছরের ফেস্টিভ্যালে ওয়েস্টহাম ফুটবল ক্লাব শিশুদের জন্য ফুটবল সেশন, লর্ডস কমিউনিটি ক্রিকেটের উদ্যোগে ক্রিকেট সেশন, লাইম হাউজ বক্সিং ক্লাব এবং টিএইচএইচসি হ্যাকনির উদ্যোগে ট্রেনিং সেশন এবং মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাল্টি স্পোর্টসে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
চারদিন ব্যাপি এই ফেস্টিভ্যালে বিভিন্ন পারফমেন্সে অংশ নিচ্ছে, ডিজে ইয়োরা — সংগঠনটি উপস্থাপন করবে ৫০ বছরের হিপ—হপ। থাকছে লাইভ ভিজে শো, দ্য কিউবান ব্রাদার্স লাইভ ও ডাফট ফাঙ্ক লাইভ। এছাড়াও ফ্রি সিনেমা প্রদর্শনী, বাইক ওয়ার্কস, ক্যাফে ১০০১ টেকওভার ও উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস এর পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রা সহ আরও অনেক কিছু।
যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় ছোট পরিসরের তরুণদের জন্য থিয়েটার ভেন্যু ও ট্যুরিং কোম্পানি হাফ মুন এর লাইভ থিয়েটার শো উপভোগ করা যাবে ফেস্টিভ্যালে। হোয়াইটচ্যাপেল ভিত্তিক এই প্রতিষ্ঠানটি জন্ম থেকে ১৮ বছর বয়সী (এবং প্রতিবন্ধী তরুণদের ক্ষেত্রে ২৫ বছর পর্যন্ত) তরুণদের থিয়েটারের সেরাটা উপভোগ করার সুযোগ দেয়, অংশগ্রহণকারী এবং দর্শক উভয় হিসেবেই।
টাওয়ার হ্যামলেটস বি-ওয়েল, স্ট্রংগার, মুভ স্টুডিও লন্ডন, স্ট্রং মামস ক্লাব এবং অ্যামিনো লন্ডন ফেস্টিভ্যালে আগত দর্শনার্থীদের জন্য ফ্রি ফিটনেস সেশন পরিচালনা করবে। এছাড়াও পার্কের মুক্ত বাতাসে ফুল বডি ইয়োগা সেশনেও অংশ নেওয়ার সুযোগ থাকবে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার অ্যান্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর মোঃ কামরুল হোসেন বলেন, “আমরা খুবই উচ্ছ্বসিত যে, এওয়ার্ড বিজয়ী ভিক্টোরিয়া পার্কে নেইবারহুড ফেস্টিভ্যালে সবাইকে আবারও স্বাগত জানাতে পারবো। ফ্রি উৎসবটিতে টাওয়ার হ্যামলেটসের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির চমৎকার প্রদর্শনী দেখা যাবে। উৎসবের নানা আয়োজন উপভোগ করতে আসা হাজার হাজার বাসিন্দা এবং পর্যটকদের স্বাগত জানাতে আমরা অপেক্ষা করছি।”
অল পয়েন্টস ইস্ট ফেস্টিভ্যাল - এর হেডলাইন বা লাইন-আপ হচ্ছেঃ ক্লিও সোল (শুক্রবার ১৫ আগস্ট), চেজ অ্যান্ড স্টেটাস (শনিবার ১৬ আগস্ট), ব্যারি ক্যান্ট সুইম (শুক্রবার ২২ আগস্ট), রায়ে (শনিবার ২৩ আগস্ট), এবং দ্য ম্যাকাবিস (রবিবার ২৪ আগস্ট)।
ফেস্টিভ্যাল টিকেটের জন্য ভিজিট করুন — www.allpointseastfestival.com