কমিউনিটি ২৭ নভেম্বর ২০২৫

স্কুল ইউনিফর্ম গ্র্যান্ট: আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর

post

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের পক্ষ থেকে স্কুল ইউনিফর্ম ও পোশাকের জন্য আর্থিক সহায়তা বা গ্রান্টের জন্য আবেদন করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর, রোববার।

কে আবেদন করতে পারবেন:

যেসব পরিবারের বার্ষিক মোট আয় ৫০,৩৫০ পাউন্ড বা তার কম।

এবং, যেসব পরিবারের সন্তান ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের রিসেপশন ইয়ার অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইয়ার ৭-এ ভর্তি হয়েছে।

সহায়তার পরিমাণ:

রিসেপশন ইয়ার শিক্ষার্থীর জন্য: ৫০ পাউন্ড।

সেকেন্ডারি স্কুলের ইয়ার 7 শিক্ষার্থীর জন্য: ১৫০ পাউন্ড।

এই বিশেষ অনুদান স্কিমটির মাধ্যমে প্রতি বছর প্রায় ৭,০০০ পরিবারকে সহায়তা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবেদনের পূর্বনির্ধারিত শেষ তারিখ পরবর্তীতে কর্তৃপক্ষ বাড়িয়ে ৩০ নভেম্বর করেন, যাতে এই অনুদান পাওয়ার যোগ্য পরিবারগুলি বঞ্চিত না হয়।

কীভাবে আবেদন করবেন:

আবেদন ফর্ম, আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় আয়ের প্রমাণপত্র সংক্রান্ত সম্পূর্ণ তথ্য টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ওয়েবসাইটে (www.towerhamlets.gov.uk/lgnl/advice_and_benefits/benefits/School-clothing-grants.aspx) পাওয়া যাবে। আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে গিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। সময় কম থাকায় দেরি না করে দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner