গ্রাম বাংলা ০২ মে ২০২৫

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

গাইবান্ধা:
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কৌশিক মিয়া (২২) ও শ্রাবন মিয়া (২১) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। পরে তাদের গুরুতর অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কৌশিক মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তিনি আরিফ মিয়ার ছেলে। অপর নিহত শ্রাবন মিয়া একই ইউনিয়নের শ্যামপুর (আমতলা) গ্রামের সাদা মিয়ার ছেলে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। তিনি জানান, চারজন একসঙ্গে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে তারা ঢোলভাঙ্গা এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন এবং বাকি দুইজন গুরুতর আহত হন।তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।নিহতদের মরদেহও থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner