গ্রাম বাংলা ২৩ এপ্রিল ২০২৫

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনায় বিক্ষোভ-মানববন্ধন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ঘোষণা

post

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার সকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘খুলনা নাগরিক সংগঠন’, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’, ‘খুলনা বিশ্ববিদ্যালয়’ ও ‘ইনকিলাব মঞ্চ’সহ একাধিক সামাজিক ও শিক্ষার্থী সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

এছাড়াও কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে সকাল ১০টায় ‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

অন্যদিকে, কুয়েটের চলমান সংকট ও শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাস বর্জনের ঘোষণা দেন। একইসঙ্গে দুপুর ২টায় নগরীর জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচির ডাক দেন তারা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাধিক ফেসবুক পেজে এসব কর্মসূচির পোস্ট দেখা গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, কুয়েট প্রশাসনের অসংবেদনশীল আচরণ ও ভিসির পদে থাকার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

তারা বলেন, অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কুয়েটের মেডিকেল সেন্টারে এক অনশনকারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। কর্তব্যরত চিকিৎসকরা তার চিকিৎসা দিলেও তিনি হাসপাতালে ভর্তি হতে অস্বীকৃতি জানান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুয়েট প্রশাসনের পক্ষ থেকে কোনও লিখিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner