গ্রাম বাংলা ০২ এপ্রিল ২০২৫

কুষ্টিয়া : কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে অনুষ্ঠিত হলো রিজ্যুমে রাইটিং ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে কর্মশালা।

post

মুনসী মোঃ সাজেদুর রহমান টেনটু : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে প্রায় শতাধিক তরুণদের অংশগ্রহনে গত ২৯ মার্চ অনুষ্ঠিত হলো রিজ্যুমে রাইটিং ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে কর্মশালা। এটি যৌথভাবে আয়োজন করে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক-ইউনেট এবং মুন্সি ফাউন্ডেশন।

কর্মশালাটির মূল প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন ইউনেটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মাদ আলতামিশ নাবিল। আয়োজনটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক এস এম আফজাল হোসেন, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুন্সি ফাউন্ডেশনের সহ-সভাপতি মুন্সি আবু জাফর এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নান্টু।

কর্মশালাটিতে রিজ্যুমে রাইটিং এর কলাকৌশল প্রশিক্ষনার্থীর হাতে কলমে শেখানোর পাশাপাশি আলোচনা করা হয় নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সচেতনতার দিকগুলো নিয়। আয়োজনটিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাড়াও অন্যান্য উপজেলায় অবস্থানরতপ্রায় শতাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সদ্য পাশ করা তরুণরা অংশ নেয়।

কর্মশালাটির মূল প্রশিক্ষক মুহাম্মাদ আলতামিশ নাবিল বলেন, “একটি ভালো রিজ্যুমে চাকরি পাওয়ার প্রথম ধাপ। তরুণদের দক্ষতা ও অভিজ্ঞতাকে সঠিকভাবে উপস্থাপন করতে জানতে হবে, তবেই তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। পাশাপাশি, নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং ডিজিটাল ক্যারিয়ারের উপর সরাসরি প্রভাব ফেলে।”

অনুষ্ঠানটির উপস্থাপক ও মুন্সি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নান্টু জানান, “আমাদের তরুণ প্রজন্মের জন্য এই ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। আমরা চাই, সবাই এখানে শেখা বিষয়গুলো নিজেদের ক্যারিয়ারে প্রয়োগ করুক।”

আয়োজন শেষে ইউনেট ও মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালাটির সহযোগী হিসেবে যুক্ত ছিলো বি পজেটিভ ফাউন্ডেশন এবং স্টার্টাপ কুষ্টিয়া। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের কর্মশালার মাধ্যমে দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে তারা কাজ করে যাবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner