গ্রাম বাংলা ২৩ নভেম্বর ২০২৪

গলাচিপায় ডেঙ্গু আক্রান্তে এক নারীর মৃত্যু

post

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু আক্রান্তে এক নারীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে গলাচিপায় পৌরসভার ৪নং ওয়ার্ডের সুমা রানী পাল (৩০) নামের গৃহবধু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সুমা রানী পাল হচ্ছেন গলাচিপা থানার উত্তর পাশের দোকানের পাল টেলিকম এর মালিক সুজন পালের স্ত্রী। জানা গেছে, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ বেডে ১০৪ জন রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে ১৬ জনই হলো ডেঙ্গু রোগী। হাসপাতাল সুত্রে জানায়, সুমা রানী পাল গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা থেকে বরিশাল যাওয়ার পথে গলাচিপা ফেরিঘাট নামক স্থানে বৃহস্পতিবার ওই রাতেই মারা যায়। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মেজবাহ উদ্দিন জানান, সুমা রানী পাল (৩০) নামের এক নারী ডেঙ্গু জ¦র নিয়ে আমাদের এখানে ভর্তি হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। এ বিষয়ে সুমা রানী পালের স্বামী সুজন পাল জানান, আমার স্ত্রী ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে। পারিবারিকভাবে তাকে শুক্রবার বেলা ১২ টায় কেন্দ্রীয় শ্মষাণে দাহ করা হয়। তার অকাল মৃত্যুতে কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলিপ কুমার বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় গভীর শোক প্রকাশ করেন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner