গ্রাম বাংলা ২২ মার্চ ২০২৫

খুলনায় ঈদ সামগ্রী বিতরণ

post

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনায় আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে।

শনিবার সকালে নগরীর জোড়াগেটস্থ বিশ্বাস স্কয়ারে ফাউন্ডেশনের কার্যালয়ে অসহায় মানুষদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো তেল, চিনি, সেমাই, চিনি, আলু, পেয়াজ ইত্যাদি। এসব উপহার প্রতি পরিবারকে একটি করে প্যাকেট দেওয়া হয়।

আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আজগর হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লেয়াকত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আনোয়ারুল হক স্বাধীন, রোটারিয়ান সাইফুর রহমান সুজন, ইসমাঈল হোসেন বাবু, রোটারিয়ান এডভোকেট শাম্মী, লাকী আজমীর, রোটারিয়ান আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, ফয়েজ হোসেন ও আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহেরা খাতুন আপেল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় দোয়া চাওয়া হয়।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner