গ্রাম বাংলা ০৮ জুন ২০২৪

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত হয়েছেন।শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।বিজিবির সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।আহতদের একজন আলতাব হোসেন (৫৫)। তিনি ওই এলাকার বাচ্চা শেখের ছেলে বলে জানা গেছে। আহত অপর দু’জনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।সীমান্ত সূত্র ও বিজিবি জানিয়েছে, ওই সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যান্তরে মাঠে কাজ করছিলেন কৃষক আলতাব হোসেন ও অন্যান্যরা।এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওই গুলিতে ৩ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয় বলে জানা গেছে।এ বিষয়ে সিংগীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের মুঠোফোনে কল করলে তিনি বলেন, ছররা গুলি। বেশি কিছু হয়নি। ৩ জন আহত হয়েছেন। তারমধ্যে আলতাফ হোসেন বেশি আহত হয়েছেন। এরপরই তিনি কল কেটে দেন।বিজিবির সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বলেন, এই মুহূর্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক চলছে। খবর এসেছে অন্তত ৩ জন আহত হয়েছেন। তারা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।হাতীবান্ধা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমিও শুনেছি। বাইরে আছি, ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলতে পারব।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner