আন্তর্জাতিক ০৩ জুন ২০২৪

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

মালদ্বীপ: ইসরায়েলের নাগরিকদের জন্য মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। গাজায় হামলার প্রতিবাদে তাদের দেশে প্রবশের নিষেধাজ্ঞা দেয়া হয়। আল জাজিরার খবরে বলা হয়, মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি পাসপোর্টধারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তবে ঠিক কখন ও কবে থেকে নতুন এই আইন কার্যকর হবে সে সম্পর্কে তেমন কিছু বলেননি তিনি।এছাড়া ‘ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মুইজ্জু।ভারত মহাসাগরের বুকে হাজার দ্বীপের দৃষ্টিনন্দন দেশ মালদ্বীপে প্রতি বছর লাখ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করে থাকেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলিরাও। গত বছর ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেছেন।মালদ্বীপের বিরোধী দল ও সরকারি দলের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের নিদর্শন হিসেবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজ্জুর ওপর চাপ দিয়ে আসছিল। এবার সেই দাবির পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিল মালদ্বীপ।গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার। ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner