গ্রাম বাংলা ৩১ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দুই সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮) ও একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)।আহতরা হলেন সুতিয়ারা গ্রামের ইকরাম (১০), পৌর এলাকার মেড্ডার সিএনজিচালক এমরান (২৮), মনির (৩০)। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। খাটিহাতা হাইওয়ে থানার এসআই মো. সারোয়ার জানান, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অন্য আরেকটি অটোরিকশা ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারালে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner