কমিউনিটি ১৭ মে ২০২৪

টাওয়ার হ্যামলেটসে নাইফ অ্যামনেস্টি বিনঃ ছুরি—চাকু সহ ৯১৭টি অস্ত্র উদ্ধার

post

টাওয়ার হ্যামলেটস বারায় ধারালো বা যেকোন ধরনের অস্ত্র ফেলার জন্য ৪টি নাইফ অ্যামনেস্টি বিন স্থাপন করার পর থেকে গত এক বছরেরও কম সময়ের মধ্যে ৭৬৭ টি ছুরি—চাকু এবং ১৫০টি অন্যান্য অস্ত্র জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে। 

লোকজন যাতে বেনামে এবং নিরাপদে ছুরি চাকু ও অন্যান্য অস্ত্র ফেলে দিতে বা সমর্পন করতে পারে, সেজন্য চ্যারিটি সংগঠন ওয়ার্ডফোরওয়েপেন্স এই বিনগুলি বসিয়েছিলো। বিনগুলোতে ফেলা ছুরিগুলো ধ্বংস করে ফেলা হয়েছে এবং এগুলো যদি কোনো অপরাধে ব্যবহার করা হয়েও থাকে, পুলিশ তা তদন্ত করে না।

বেথনাল গ্রিন রোড জংশন এর উত্তরে বার্নেট গ্রোভে, আন্ডারউড রোডের বিপরীতে ভ্যালেন্স রোডে, বাসলেম স্ট্রিট এর রিসাইক্লিং বিন গুলোর মধ্যবর্তী স্থানে এবং ব্রাউনফিল্ড স্ট্রিটে ১০৭ নম্বরের পাশে এই ৪টি নাইফ অ্যামনেস্টি বিন স্থাপন করা হয়েছে।

এপ্রিলের শুরুতে বিনগুলি খালি করা হয়। এর আগে গত বছরের জুন মাসে এগুলো খালি করা হয়েছিলো। ছুরির পাশাপাশি অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে কাঁচি, রান্নাঘরের ছুরি, নাকল, তলোয়ার ও ডিআইওয়াই টুল।

কমিউনিটি সেফটি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেছেন, “টাওয়ার হ্যামলেটস হচ্ছে বসবাস করার, কাজ করার এবং ঘুরে দেখার জন্য একটি নিরাপদ জনপদ। কিন্তু লন্ডনের অন্য যেকোন বরোর মতো আমরাও দুর্ভাগ্যবশত এখানে কিছু ছুরি—চাকু দ্বারা অপরাধ ঘটতে দেখতে পাই। এই নাইফ অ্যামনেস্টি বিনগুলি আমাদের রাস্তা গুলো থেকে ছুরি—চাকু সরিয়ে নেওয়ার একটি উপায়। সরিয়ে ফেলা প্রতিটি ছুরি সম্ভাব্য একটি জীবন বাঁচাচ্ছে।

কাউন্সিলর তালহা চৌধুরী বলেন, “অ্যামনেস্টি বিনের পাশাপাশি, আমরা আমাদের তরুণদেরকে সাথে ছুরি বহন করার পরিণতি সম্পর্কে সচেতন করার জন্য এবং গ্যাং কালচার থেকে দূরে সরে যেতে ওয়ার্কশপ ও আউটরিচ ওয়ার্ক পরিচালনা সহ তাদেরকে সহযোগিতা করতে অনেক কাজ করে যাচ্ছি।”

আপনি যদি একটি ছুরি বা অন্য ধারালো অস্ত্র নিরাপদে ফেলতে চান, তাহলে অনুগ্রহ করে এর ব্লেডকে ভালোভাবে সুরক্ষিত করতে এটিকে কার্ডবোর্ড বা নিউজপেপারের বেশ কয়েকটি পাতা দিয়ে মুড়ে নিন এবং এটিকে প্রচুর স্টিকি টেপ লাগিয়ে একটি নিরাপদ পিচবোর্ড বাক্স রাখুন।

প্রকাশ্যে জনসম্মুখে ছুরি সাথে রাখা একটি অপরাধ। যদি অ্যামনেস্টি বিনে ছুরি জমা করেন, তাহলে দয়া করে নিশ্চিত করুন যে এটি নিরাপদে মোড়ানো আছে।


আপনি যদি কোনো শিশু বা তরুণের নিরাপত্তা নিয়ে চিন্তিত হন, তাহলে  www.towerhamlets.gov.uk/lgnl/community_and_living/community_safety__crime_preve/domestic_violence/VAWG-Service-Directory/  —এই ওয়েবসাইটে গিয়ে কাউন্সিলের পক্ষ থেকে এবং জাতীয়ভাবে কী ধরনের সহায়তা পাওয়া যায়, সেসম্পর্কে জানতে পারবেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner