ইস্টার হাফ টার্মের স্কুলের ছুটিতে এগ—সাইটিং কার্যক্রমে অংশ নিতে বাচ্চাদের নিয়ে কাউন্সিলের পার্ক এবং ক্রীড়া দলে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে বারার বাসিন্দাদের। মাল্টি—স্পোর্টস, এডভেঞ্চার প্লে, ইস্টার এগ হান্ট, ক্যানুইং, বিস্কুট ডেকোরেটিং সহ আরও নানান মজার আয়োজনে মেতে উঠতে পারবেন আপনার সন্তানদের নিয়ে।
যে সব বাচ্চা ফ্রি স্কুল মিল পাওয়ার জন্য যোগ্য তারা ইস্টারে স্কুলের ছুটির দিনগুলোতেও হলিডে এক্টিভিটিস এন্ড ফুড বা এইচএএফ কর্মসূচির আওতায় খাবার এবং একটি ফ্রি হলিডে অ্যাক্টিভিটি উপভোগ করতে পারবে।
প্রোগ্রামটি ৪ থেকে ১৬ বছর বয়সী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিটি প্রোগ্রামেই থাকবে ফ্রি পুষ্টিকর ও সুস্বাদু খাবার এবং মজার ফিজিক্যাল একটিভিটি সেশন। এছাড়াও বাচ্চাদের এবং তাদের পরিবারের জন্য খাদ্য ও পুষ্টি সম্পর্কে আরও ব্যাপকভাবে জানার সুযোগ করে দিতে, সব বয়সীদের জন্য মানানসই অনেক মজার এক্টিভিটি থাকবে।
ইস্টার হলিডে ক্লাব
বি ওয়েল মাইল এন্ড পার্ক এবং লেজার সেন্টার সারাদিনের জন্য ইস্টার হলিডে ক্লাবের আয়োজন করছে যাতে বাচ্চারা এই হলিডেতে তাদের অবসর সময়কে ভালোভাবে উপভোগ করতে পারে। এতে থাকছে অনেক ধরনের এক্টিভিটি।
৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচিটি চলবে ১৭ এপ্রিল প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রতিটি বাচ্চার জন্য প্রতিদিন খরচ হবে ২৩ পাউন্ড ৩০ পেন্স।
যে সব বাচ্চারা ফ্রি স্কুল মিল অর্থাৎ বিনামূল্যে খাবার পাচ্ছে তারা এ সেবাটিও বিনামূল্যে পাওয়ার যোগ্য হতে পারে। তবে এটি নির্ভর করবে প্রাপ্যতা এবং যোগ্যতার মানদণ্ড পূরণের উপর।
ইস্টারের ছুটিতে সন্তানের সাঁতারের দক্ষতা বাড়াতে চান?
ইস্টারের ছুটিতে আপনার সন্তানের সাঁতারের দক্ষতা বাড়াতে মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে ‘বি ওয়েল সুইম ওয়েল’ পরিচালিত একটি সংক্ষিপ্ত, নিবিড় সাঁতারের কোর্সে অংশ নিন। ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই সাতাঁর শিক্ষণ কার্যক্রম চলবে ১১ এপ্রিল প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
৩০ মিনিট স্থায়ী এই সেশনগুলোতে ৪ বছরের বেশি বয়সী বাচ্চারা অংশ নিতে পারবে যা স্কুলে ফিরে যাওয়ার আগে বাচ্চাদের অতিরিক্ত উৎসাহ জোগাবে এবং আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করবে। ক্লাসের সাইজ ছোট হওয়ায় এবং বন্ধুত্বপূর্ণ শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণে এই কোর্সটি কোনো ভাবেই মিস করা যাবে না।