গ্রাম বাংলা ২৩ এপ্রিল ২০২৪

কেএনএফ সন্দেহে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৭

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বান্দরবান: বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যৌথ অভিযানে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালত এ আদেশ দেন। এর আগে, সোমবার (২২ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।আসামিরা হলেন, ভান নুন নোয়াম (৩৩), বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ার বাসিন্দা লাল নুন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান (৩২), লাল মিন বম (৫০) এবং বান্দরবান সদর উপজেলা লাইমি পাড়ার বাসিন্দা ভান বিয়াক বম (২৩)।বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক ফজলুল হক বলেন, রুমায় ব্যাংক ডাকাতি, হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার ৭ জনকে দুপুরে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার রাতে ভান মুন নোয়াম বমকে দল থেকে বহিষ্কার করা হয়।এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি পুলু মারমা বলেন, কেএনএফের সঙ্গে তার সম্পৃক্ততা থাকার তথ্য পাওয়া গেছে, এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner