গ্রাম বাংলা ২৮ অক্টোবর ২০২৪

খুলনায় ৫৭০ টাকার কৃষিপণ্য ৩২০ টাকায় কিনে খুশি ক্রেতারা

post

সারা দেশের মধ্যে তৃতীয় ধাপে খুলনার ৫টি পয়েন্টে চালু হয়েছে ‘খোলা বাজারে বিক্রি ‘কৃষিপণ্য ওএমএস কর্মসূচি’। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এবং স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এদিকে কমদামে খাদ্যপণ্য কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। বিস্তারিত খুলনা থেকে মেহেদী হাসানের প্রতিবেদনে...

নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ে ব্যাপক সমালোচনা ও উদ্বেগের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের পর এবার খুলনায় শুরু হলো সরকারের এই কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৫৭০ টাকা সমমূল্যের ৫টি পণ্যের প্যাকেজ ৩২০ টাকায় কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।

প্রতিদিন খুলনা নগরীর শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে ও দৌলতপুর শহীদ মিনার চত্বরে এ কার্যক্রম চলবে এবং বিতরণে আমরা সহযোগীতা করার জন্য পাশে রয়েছি বলে জানান খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা যাতে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ীমূল্যে কিনতে পারে সেজন্য ভর্তুকিমূল্যে পণ্যবিক্রির ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তাদের ওপর কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট আর্থিক চাপ কিছুটা হলেও কমে আসবে বলে আশা করা যায়। সপ্তাহে সাতদিনই এই বিক্রি কার্যক্রম চলবে বলে জানান কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম।

বাজারেও এমন কমদামে পণ্য বিক্রি হলে জনমনে স্বস্তি ফিরবে বলে মনে করেন সাধারণ ক্রেতারা।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner