গ্রাম বাংলা ০৯ এপ্রিল ২০২৪

গলাচিপা প্রেস ক্লাবের পক্ষ থেকে গলাচিপাবাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা

পটুয়াখালী গলাচিপার আরো খবর

post

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)পটুয়াখালীর গলাচিপায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গলাচিপাবাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করে তা সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড। এ সময় তারা শুভেচ্ছা বার্তায় বলেন, মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত। সেই মূহুর্ত মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে জানাই আগাম শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক। আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নেব।

গলাচিপা উপজেলা বাসীকে চেয়ারম্যান সাহিন শাহ্ এর ঈদ শুভেচ্ছা 

পটুয়াখালীর গলাচিপা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন শাহ্। এক শুভেচ্ছা বাণীতে মু. সাহিন শাহ বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণি-পেশার মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত, পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালোবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মূল মন্ত্র। ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত দরিদ্র মানুষের পাশে আছেন। তাদের জন্য ঈদের আগেই বিভিন্ন উপহার সামগ্রীর ব্যবস্থা করেছেন। যাতে গরীব মানুষেরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এজন্য আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। পাশাপাশি আমি গলাচিপা উপজেলা বাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি- ঈদ মোবারক।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner