কুমিল্লার চৌদ্দগ্রামে লরির ধাক্কায় ঢাকামুখী মায়ের দোয়া নামের বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।তিনি জানান, নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের মধ্যে ৯ জনকে উদ্ধার করে স্থানীয় হাতপাতালে নেওয়া হয়েছে। অন্যদের অবস্থা বেশ গুরুতর। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।