গ্রাম বাংলা ০৬ এপ্রিল ২০২৪

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত বেড়ে ৪

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বগুড়া: বগুড়া সদরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।আজ শনিবার (৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেক (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বাসের যাত্রী ছিলেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হন।নিহতরা সবাই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।তিনি জানান, সকালে প্রাইভেটকারটি নওগাঁর দিকে যাচ্ছিল। এরুলিয়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়িটি কেটে দুটি মরদেহ বের করে আনা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ আরও একজন মারা গেছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner