গ্রাম বাংলা ২২ মার্চ ২০২৪

বরিশালে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকা-বরিশাল: ওভারটেকিং করতে গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে সেলিম রেজা (৩৮) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ যাত্রী আহত হন।বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার সময় বাসের ছাদ উড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই যাত্রী নিহত হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।নিহত যাত্রী সেলিম রেজা যশোর জেলার মনিরামপুর থানার দুর্বাডাঙ্গা গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে।দুর্ঘটনার আহতরা হলেন — পিরোজপুরের স্বরূপকাঠী এলাকার বাসিন্দা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন, একই জেলার আব্দুল আউয়াল, উজিরপুর উপজেলার বাসিন্দা ও ঢাকা মেট্রোপলিটন এলাকার নারী পুলিশ কনস্টবল নিপা আক্তার, একই উপজেলার অনিমেষ, দশমিনা উপজেলার বাবলু হোসেন, আমতলী উপজেলার মশিউর রহমান, শরিয়তপুরের ঘোষাইরহাট এলাকার বাসিন্দা ও বরিশালের অপসোনিন কোম্পানির কর্মকর্তা নাসির উদ্দীন, একই কোম্পানির কর্মকর্তা ও ঝালকাঠির বাসিন্দা মশিউর রহমান।দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা জানিয়েছেন, তাদের বহনকারী হানিফ পরিবহনের বাসটি আরেকটি গাড়িকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মুহূর্তের মধ্যে বাসের ছাদ উড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়।গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস গৌরনদীর বেজহার এলাকায় বেপরোয়া গতিতে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারায়। পরে একাধিকবার উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে বাসটির ছাদ ও বডি পৃথক হয়ে দুই জায়গায় পড়ে থাকে। তখন বাসের যাত্রী সেলিম রেজা ঘটনাস্থলেই নিহত এবং মোট ১৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner